সাতে পাঁচে কবিতায় কৌশিক দাস
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
পদাতিক
হাঁটতে হাঁটতে পেরিয়ে গেলে অনন্ত সভ্যতা,
আদ্যিকালের সূর্য ডোবে পথ যেখানে শেষ।
ডিঙিয়ে গেলে ভোরের পাহাড়,শেষ বিকেলের নদী,
তোমার হাঁটার সাক্ষী থাকুক পুরাকালের দেশ।
দূরের থেকে বুকের কাছে ডাক পাঠালো ঘর,
ডাক পাঠালো নিকট আলাপ,শ্যাওলা ঘেরা জল।
মায়ের চোখে কুন্ঠা ছড়ায় কুশল সংবাদে,
তোমার কাছে হে পদাতিক, হাঁটাই সম্বল।
লোলুপ ছায়া ছড়িয়ে গেল চক্রাকারে চিল,
একটু দ্রুত পা বাড়ালো কল্লোলিত শ্রম।
দিগন্ত তো চিরদিনই ধনুক দর্পিত,
পথের পাশে আগুন জ্বালাও,বুকের মাঝে ওম।
দুই কপাটের মধ্যিখানে জোৎস্নারঙা চোখ,
দেখবে বলে আগলে রাখ দু :সাহসের শ্বাস।
এ তল্লাটে সবাই বাঁচি অহম সম্ভোগে,
হয়নি জানা পরিযায়ীর কোথায় বসবাস!