সাতে পাঁচে কবিতায় কৌশিক দাস by TechTouchTalk Admin · Published September 26, 2019 · Updated May 18, 2020 ছায়া সে আমাকে একটি গাছের ছায়ায় দাঁড় করিয়ে রেখে চলে গিয়েছিল একদিন। গাছ নেই, কেবল ছায়াটি আঁকড়ে আমি পড়ে ছিলাম নিযুত বছর। একদিন বিকেলবেলা ছায়াটি ছাই রঙা পাখি হয়ে উড়ে যেতে যেতে বলে গেল – ” প্রেমিক বাড়ি যাও! ছায়ারা চিরদিন পলাতক । “ দ্রুত পায়ে বাড়ি ফিরি! দরজা অবধি অনার্য ঘাস ! কেবল তুলসী তলায়, আমলকি গাছের নীচে একটি ন্যুব্জ ছায়া মুছে যেতে যেতে বলে গেল ” খোকা, এত দেরি করলি! “ ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুনSpread the love