সাতে পাঁচে কবিতায় কুমারেশ তেওয়ারী
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
মাছ
রঙিন মাছের কথা বলতেই জলজ অ্যাকোরিয়াম
ঝরে পড়ে কাচের দেয়াল বেয়ে পঞ্চতন্ত্রের পাঠ
রঙিন নুড়িপাথরে আটকা পড়া মায়ায়
সাঁতার দেয় সীমাবদ্ধতা
ছোটো হতে হতে যেন বিন্দুতে জগৎ
অসন্তোষ তবু কখনই হয়ে উঠতে পারেনা
ঝঞ্ঝাবিক্ষুব্ধময়
গ্লাসমহিমায় বাইরের থেকে যতটা বড় দেখায়
ছেঁকে তুললেই ছোটো হয়ে যায় মাছ
সহসা প্রবল হয়ে ওঠে অঙ্কশাত্র
ভেতরে তখনও মায়াময় লাবণ্য দেয়াল
ভ্রমিত জান্নাত নিয়ে এখানেই রাতদিন
আবর্তিত হয়
ঘোর, ভালোলাগা এবং পুঞ্জাক্ষী বোধ
মাছ এক জলজ বিষ্ময়