সাতেপাঁচে কবিতায় বিতান মুখোপাধ্যায়
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
তারা ভাষা হারিয়েছিলো
কোনো এক পূর্ণিমার রাতে চোখে কাজল পরে এলোমেলো চুলে সে তার প্রথম প্রেম কে কোপাই এর জলে ভাসিয়ে এসেছিলো
আনন্দে না দুঃখে জানা নেই সে তার হাতের পোড়ামাটির বালা টা ভেঙে একটুও কাঁদেনি
প্রেমবৈচিত্ত্য নাকি স্বাধীনভর্তৃকা কোনো এক দশায় সে প্রথম গেয়েছিলো মালকোষ রাগ
অতি পরিচিত কে নিজের কালো এলোচুলে জড়িয়ে নিয়েছিল সে
আসবে হয়তো সব সীমানা ছাড়িয়ে এমন এক আশায় হয়তো সে মৃদঙ্গের তালে নেচেছিল সেই পূর্ণিমা রাতে
চোখের জলের ওপারের ঘাট হয়তো সে দেখতে পেয়েছিল