ভাইফোঁটা
আমি ও আমার ফোঁটা দুটোই দুর্বল ।
ভয়ঙ্কর প্রশ্রয় যাপন করে
সীমাবদ্ধ সম্পর্কের টান ছিড়ে কাছের মানুষগুলো যখন বোনের দায়িত্ব নিয়ে ফেলে নিজে নিজেই ;
ছেলেবেলার অপূর্ণ ফোঁটাগুলো যখন জমাট বাঁধে কপালের ভাঁজে
তখন আর আমি দুর্বল থাকি না ।
আমার চোখের কোনায় রাখা কুয়াশারা বুকের স্পন্দন বাড়িয়ে ঝরে পড়ে মাটিতে…
স্বপ্ন ও সত্যের মাঝে ফিকে হয়ে পড়ে – রক্ত, সম্পর্ক, পরিবার, টান, বিচ্ছেদ, বিবাদ, অহংকার…
বিশ্বাস করুন
আমার ফোঁটাটা এখন আর দুর্বল নেই
সে দাঁড়াতে শিখেছে, হাঁটতে শিখেছে, দৌড়ায়ও মাঝে মাঝে
শুধু
আমি কেমন বোকা বোকা হয়ে যাই
ভালোবাসার স্পর্ধার কাছে…