সম্পাদকীয়

টেক টাচের হইচই দ্বিতীয় সপ্তাহে পা দিল। একটি শিশুর জন্ম হয়েছে মাত্র। আর জন্মের পরেই তার দেয়ালায় আমরা মুগ্ধ হচ্ছি আর হাসছি। এই শিশুকে মানুষ করার দায় আমার যেমন, আপনাদেরও। হাসি হারিয়ে যাক কারুর জীবন থেকে, এ আমাদের কাম্য নয়। বাঙালির বিখ্যাত উইট সেন্স-এ তা দেওয়ার চেষ্টা করতে চলেছি। এখনও অনেক দূর যেতে হবে। ভাঁড়ামির মোটা দাগ যেন আমাদের গায়ে না পড়ে, এ দিকেও সতর্ক দৃষ্টি রাখছি প্রথম থেকেই। প্রতি মঙ্গলবার আসব আপনাদের কাছে, যেমন কথা দিয়েছিলাম।
সূচিপত্রের (কবিতা বিভাগ ছাড়া) যে কোন বিভাগে ইচ্ছুক লেখকরা লেখা পাঠানোর জন্য আমার সঙ্গে যোগাযোগ করুন। তাছাড়া মনের মতো কোন লেখা পেলে আমি নিজেও ছিনিয়ে নিয়ে আসব, এই কথা দিয়ে গেলাম আজ। আসুন আড্ডায় মাতি সকলে।
তুষ্টি ভট্টাচার্য