আজ ছয় দিন হল বিদ্যুৎ নেই। চার তলার ওপরে খাবার জল, স্নান, পরিচ্ছন্নতার জল, নেই। ফ্রিজ চলবে না।সমস্ত খাদ্য নষ্ট হচ্ছে। টেলিফোন কাজ করছে না। ইন্টারনেট নেই। আজ এক দাতব্য চিকিৎসালয়ে এসে স্নান করে এঁদের ওয়াইফাই কাজে লাগিয়ে লিখতে বসলাম।
চার দিকে মানুষের হাহাকার ছাড়া আর কিছু দেখতে পাচ্ছিনা।
তবু বেঁচে আছি। শব্দ সাজাচ্ছি। খাদ্য তৈরি করছি। নিজেকে এবং চারপাশের মানুষকে খাদ্য জল ওষুধ আর সাহস জোগানোর চেষ্টা করছি।
শক্ত যা তাই সাধতে হবে ত…..