সম্পাদকীয়

শীত পড়েছে জাঁকিয়ে। আসন্ন বইমেলা, কবিতা উৎসবের সময় এলো বাঙালির। আমরাও কি আর পিছিয়ে পড়তে পারি? হইচইয়ের রসসাহিত্য দু সপ্তাহের জন্য ভিয়েনে বসিয়ে রেখে এলাম। আজ আমাদের কবিতা কার্নিভালের প্রথম পর্ব। চেষ্টা করেছি প্রবীণ ও নবীনদের একগুচ্ছ কবিতা এবং কয়েকটি মূল্যবান অনুবাদ কবিতার মেলবন্ধন ঘটাতে।
সঙ্গে রয়েছেন আপনারা। এই ভরসায় আমরা এগিয়ে চলেছি। আর লেখা পাঠান techtouchtalk@gmail.com এ।
ধন্যবাদান্তে,
তুষ্টি ভট্টাচার্য