নীতিবোধ, উচিত-অনুচিতের মাঝখানে পড়ে আছে আমাদের বিবেক। দোষীর অপরাধ প্রমাণ হল কিনা, বিচারের ফেরে আবার নির্দোষের শাস্তি হল কিনা বা মুক্তি পেয়ে গেল কিনা আসল অভিযুক্ত—ভাবনা আমাদের টলমল করে। ক্ষোভ, হতাশা আছড়ে পড়ে সোসাল মিডিয়ার পাতায়। তবুও নিত্যকার জীবনযাত্রার ছুটি নেই। সৃষ্টির বিনাশ নেই। কলম অক্ষয়চন্দ্রের মতো আলো ছড়াচ্ছে। এড়াতে কি পারে পাঠক? শব্দের হাতে গচ্ছিত রেখেছি সমাধান। আপাতত হইচই হোক সারাদিন। লেখা পাঠান techtouchtalk@gmail.com এ। সঙ্গে থাকুন।