ফার্স্ট পেজ
প্রিয় রূপম,
তুই নাকি শিল্প-সাহিত্য ছেড়ে ব্যবসা করছিস? আজকাল নাকি খুব ব্যস্ত বলে শুনি। তা ভাল…কিন্তু তুইও যে বিক্রি হয়ে যাবি সময়ের কাছে বিশ্বাস করতে পারিনি। আচ্ছা তুই এখনো স্বপ্ন দেখিস আগের মত? তুই কবিতা লিখিস আজো নিজের জন্য? নাকি তোর কবিতা আজ শুধু সুযোগের খামে ধরা দেয়? তোর মনে আছে সেইযে বলতিস আমি সবাইকে দেখিয়ে দেবো যে অনেক বড় হয়েও সাধারন থাকা যায়! ভুলে গেছিস বল? লোকের মুখে শুনি তুই নাকি সাহিত্যকে শিল্পের ঠোঙায় পুরে অনেক নাম করেছিস…না কোনো অভিযোগ করছি না, আসল তুইতো এটা নোস বা হতেও পারিস না তাই খুব চিন্তা হয় তোর জন্য। পারলে একটা প্রেম কর, ক্লান্তি লাগবে না এত কিছুর চাপেও। আবার কথা হবে।
তোরই মন
এ ভীষণ চিরকুট আমায় ফার্স্ট স্টপ লিখতে দেয়নি। চিরকুটটা অনেক বেশি বলেছে, ওকে জল বাতাসা দিই। আপনারা এগিয়ে যান, কবিতা-গল্পগুলো পড়ুন আজকের। দারুণ সব কাজ আছে আজ। ততক্ষণে দেখি এর কোনো উত্তর খুঁজে পাই কিনা
শাল্যদানী