সম্পাদকীয়
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
মেঘ কেটে আকাশ পরিষ্কার হয়ে এসেছে। আলোর মালায় সেজে উঠছে আমাদের দীপাবলি। কৃত্রিম আলোর সাজ যতই পরুক, ঘরে ঘরে প্রদীপ আর মোমবাতির আলো জ্বলবেই আজ। আজ নিষ্প্রদীপ না হোক কোন ঘর, উঠোন। সকলের মুখ আনন্দে উচ্ছল আর উজ্জ্বল হয়ে উঠুক অন্তরের আলোয়। দীপাবলি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে নিয়ে এলাম টেক টাচ টকের হইচই উৎসব। সকাল থেকে একটি করে লিঙ্ক প্রকাশিত হবে। আমাদের সঙ্গে থাকুন। লিখুন, পড়ুন, আলোর অক্ষরে সাজুন, উৎসবে মেতে উঠুন। শুভ হোক সকলের।
– তুষ্টি ভট্টাচার্য