অনেকেই ফাটা গোঁড়ালির সমস্যায় ভোগেন। এর থেকে নিস্তার পাবার জন্য একটি বড় পাত্রে উষ্ণ উষ্ণ গরম জল নিন, তাতে একটা গোটা পাতিলেবুর রস মিশিয়ে নিন৷ এবার কিছুটা নুন ও শ্যাম্পু মিশিয়ে নিন ভালো করে। ১০-১৫ মিনিট পা ডুবিয়ে রেখে ব্রাস ও লুফা দিয়ে ভালো করে ঘসে নিনি। উষ্ণ জলে পা ভালো করে ধুয়ে নিয়ে মুছে নিন। এবার পছন্দমতো ক্রিম লাগিয়ে নিন। সপ্তাহে একদিন এই পদ্ধতি অবলম্বন করে মুক্তি পেতে পারেন ফাটা গোঁড়ালির থেকে।