রঞ্জন মৈত্রর কবিতা by TechTouchTalk Admin · Published August 25, 2019 · Updated June 3, 2022 মেসেঞ্জারযখন হরিণ এক দীর্ঘ কবিতাশব্দকে বাজিয়ে দেখছে গাছউমদা রোদ পড়ল অনলাইনে অরণ্যেহাওয়ায় আই ডিহাল্কা দুলছে অজনবি পোর্টালআমাকে বাজিয়ে দেখছে না শব্দউলটো দিকের চেয়ারে তোমার ঠোঁটশিউলি পড়ছে পলাশওকাল কবে আসবে কৌশিকঅরণ্য থেকে চেয়ার পর্যন্ত ক্যালেন্ডারনানা জামা নানা ধ্বনিমেসেজ মেসেঞ্জার চেরাই কলচিতল আকাশের নিচেবাঘের গন্ধের কাছাকাছিদাঁড়িয়ে আছে আমাদের ইনবক্সহরিণ কবে আসবে হে অনলাইন ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুনSpread the love
0 ক্যাফে কাব্যে দেবাশীষ মুখোপাধ্যায় October 23, 2021 by TechTouchTalk Admin · Published October 23, 2021