কে কাকে মনে রাখে?এখন বেলুনের মতো উড়তে থাকে হৃদয়। সূর্যাস্তের আগে লাল দিগন্ত বেয়ে নেমে এলো দেবদূত। দীপ্র-গতির ভেতর কোনো বন্যতা নেই। অদৃষ্টের দিনগুলো পালতোলা নৌকার মতন অপেক্ষায় থাকতে থাকতে যার চোখ পাথরের মত অন্ধ হয়ে যায় স্বচ্ছ জলের কাছে তার ঋণ কতটুকু থাকে? কে জানে!