আপনার মনের কথা, চাপা অভিমান, চোখের ইশারা বোঝার দায় কারোর নয়! তাই সবসময় মুখ বুজে থাকবেন না, কাউকে ভালোবাসলে চোখে চোখ রেখে বলুন।
কাউকে জড়িয়ে ধরতে ইচ্ছে হলে, প্লিজ একবার তাকে বলুন, “শোন না, তোকে একবার জড়িয়ে ধরবো!”….
কাউকে ঘেন্না করলে তার মুখের উপর বলুন “আই ডোন্ট লাইক ইউ, দূরত্ব বজায় রাখ”…
আর ভালোবাসতে ইচ্ছে না হলেও জানান “আমাদের সম্পর্কটা বোধহয় আর ভালো নেই, আমি বেরোতে চাই”!
“সে ঠিক বুঝে নেবে, জেনে নেবে মনের গোপন, সে আমার মান অভিমান আমার মুখ দেখেই বুঝতে পারবে”! এইসব কোনো কথার কথা নয়, কবিতায় ভালো লাগে এসব,বাস্তবে নয়….
আপনি যতক্ষণ না এগিয়ে এসে আপনার মান অভিমান রাগ ভালোবাসা অনুরাগ অভিযোগ কাউকে খোলাখুলি বলবেন, ততক্ষণ এই দুনিয়ায় কারোর দায় নেই আপনাকে বোঝার, আপনাকে সময় দেওয়ার….
আপনার জন্য ঘন্টার পর ঘন্টা রোদে পুড়ে বৃষ্টি ভিজে অপেক্ষা করার….
আপনি না খেলে কেউ দিনের পর দিন আপনার জন্য না খেয়ে ভাতের থালা আগলে বসে থাকবে না, আপনি ঘরে না ফিরলে কেউ রাতের পর রাত কলিং বেল বাজার অপেক্ষায় দরজার সামনে মুখ বাড়িয়ে বসে থাকবে না।
আপনি অসুস্থ হলে কেউ রোজ রোজ আপনার বিছানার পাশে এক গ্লাস জল রেখে দেবে না, সময়ে অসময়ে চামচে মেপে ওষুধ খাইয়ে দেবে না….
আগে আপনাকে নিজেকে ভালো রাখতে শিখতে হবে, নিজের কথা নিজের মুখে বলতে শিখতে হবে, আগে আপনাকে এগিয়ে আসতে হবে আর তারপর অন্য কেউ আপনার জন্য এক পা এগোবে….