যে রয়েছে স্থির, ও ভ্রূক্ষেপহীন চিরগোপন শিখা
আমি তাকে আহ্বান করেছি
কবিতার খাতায়…
কী করে জানবে তুমি ,তুমিও তো মারণাস্ত্র শানিয়েছো সারাদিন তুমিওতো ঝরাপাতা
সবার আগেই ঝরে গেছো
ভালবাসার উপর ই সম্পর্ক দাড়িয়ে থাকে
অথচ যুগে যুগে বিশ্বাস ভাঙার জুটি
তোমার নেই ,কী করে বুঝবে তুমি
একপক্ষ যদি নিজেকে ব্যবহৃত বলে সনাক্ত করে তখন কোথায় থাকবে তোমার পৃথিবী
আয়নায় সাটানো টিপ
মনকেমনের পুতুল, আজো পড়ে আছে ড্রয়িং রুমে, দেওয়ালে সে ছবি হাসছে
ফিতে চেপে ধরে দাঁতে
যে রয়েছে স্থির, ভ্রূক্ষেপহীন চিরগোপন
মনখারাপের ট্রেন
আজও আমি তাকে আহ্বান করেছি
কবিতার খাতায়…
অসত্য
এক ভালোবাসা থেকে আরেক ভালোবাসায়
গড়িয়ে পড়ার আগে নিজেকে কিছুক্ষণ পরীক্ষা করো ,এক বিচ্ছেদ থেকে আরেক বিচ্ছেদে
যাবার আগে যেমন মানুষ কিছুক্ষণ
থমকে দাঁড়ায় সাধ,ভালোবাসা
গচ্ছিত রাখে পড়শীর কাছে
ভয়ে ভয়ে আমি দেখি মানুষের ধৈর্য্য
ঈর্ষা সহিষ্ণুতা …
তাই প্রকৃতির কাছে শরৎ হেমন্ত লিখে রাখি
এই অন্ধকার গ্রামে
অচঞ্চল ধানক্ষেতগুলি দোলে
আর ভাবি পতঙ্গকে দোষ দিয়ে লাভ কি
এসব ও সত্য ছিল একদিন
শ্বাসরোধী ভালোবাসার কাছে
সব অক্ষর ফুরাবে যেদিন…