বিশ্ব কবিতা দিবসে সুধাংশুরঞ্জন সাহা by · Published March 21, 2020 · Updated August 23, 2020 পাইন গাছের ঋজুতা পাইন গাছের ঋজুতা মেখে কি কবিতার সংবেদনশীলতা মাপা যায় ? নাকি অনুভব করা যায় শরীরে ধিকিধিকি জ্বলা আগুনের দহন ! শব্দরা কি আগ্নেয়গিরির লাভা, যে ভূকম্পন হলেই প্রকট হবে কবিতার আফিম? অথবা নিভিয়ে দেবে বুকের অরণ্যে জ্বলে ওঠা দাউ দাউ দাবানল ? কিংবা মেলে দেবে অনন্ত ব্যঞ্জনা অবশিষ্ট জীবনের পরতে পরতে ! ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুনSpread the love