বিশ্ব কবিতা দিবসে শাপলা সপর্যিতা
by
·
Published
· Updated
শেকড়
আদিগন্ত স্বপ্ন-স্বদেশ রাংতাপাতায় জড়ানো অনুভব
প্রখর সূর্যালোকে প্রত্যুষ –তবু সংকটে প্রদোষ করেছে ছিন্ন
ঈশ্বরের কী প্রতিপাদ্য ছিল?
এখানে ওখানে ছিন্ন মানব।
দহনের কালবেলায় নতমস্তিষ্ক দেখো আমার পতাকা।
সংযুক্ত আভূমি – মহাকালে বিচ্ছিন্ন আত্মার সংগীত
কে হেঁটে চলে যায়! কার কাছে ধাবমান সময়
লিখে দিয়ে রক্তরেখা!
আমারই সমূল তুলে এনে কি করে আঁকবো বলো শেকড়ের ছবি পাতায় পাতায়?
কোথায় পাবো রঙ উৎপাটিত মূলে?
দেখো ঝরে পড়ছে রক্ত
নোনাজলে মুছে গেছে কবেই সকল প্রামাণ্য দলিল
এতো সহজ অংক
তবু তুমি জানলে না!!!