• Uncategorized
  • 0

বিশ্ব কবিতা দিবসে মৌসুমী রায়

নির্জন সভ্যতা 

আবার আমরা একলা
নির্জন বনপথ
অন্ধকার গুহাচর্য্য
ভয়ের কুয়াশা নামছে
মৃত্যু পরিয়ানে
হাত ছেড়ে দাও
বন্ধুঘাতক দাড়িয়ে দুয়ারে
বসন্তসঙ্গীতে বিষন্ন বেহাগ
স্তব্ধ আশাবরী
কল্কী অবতারের রথের রশি
ধরেছে উন্মাদিনী
পাহাড়,জঙ্গল ,বনতল
অবহেলে পার হয়ে যায়
পাইনের বনে পর্ণমোচী অন্তর্ঘাত
চিরহরিৎ আশ্বাস ভেঙেছে
অন্তর্গত আয়না
মুখ নেই ,মুখ আর নেই
মুখোশ মিছিলে মোমবাতি শোক
আসন্ন সভ্যতার  মহানির্বাণ ।।


একলা চলো

কারো জন্য দাঁড়াতে চাই না
পলাশবিছানো পথে
ভালোবাসার জন্য দুহাত বাড়িয়ে
আকাশকুসুম কুড়িয়েছি
কাঁটার বাসরে
ব্যর্থ কোজাগরী
এবার উজাগর শুধু
নিজস্ব যাপনে

যাপন ,তবুও 

তবুও
তৃষিত মায়া জেগে ওঠে
অনাবৃত প্রেমে
জোড় বাঁধা  শালিখের মত
খুঁটে খুঁটে খাই
জীবনের রেণু
দহনক্লান্ত মনে
মেঘশিরীষের ঝুপসি ছায়া
ফেলে  যায় দিনান্তের
শেষ সূর্যকিরণ

বিপ্রতীপ আঁধার 

উৎসব রাত ঝলমলে আলো
ফানুস রঙীন হোক
সামিয়ানা জুড়ে তারার মালিকা
ধাঁধিয়েছে শুধু চোখ
দূ্র ছায়াপথে ঘনায় আঁধার
জোনাক আলোর পথ
নিভৃত যাপনে জ্বরজর্জর
মৃত্যুদূতের রথ

গন্তব্য 

তুমি হাত ছুঁয়ে ছিলে
ভেবেছিলাম তার নাম নির্ভরতা
স্পর্শ করেছিলে মনের গোপন
তার নাম দিয়েছিলাম  বিশ্বাস
রাতের বহু অন্ধকারের কান্না
তুমি আমি একসাথে
কেঁদেছিলাম ফোনের এপাড়ে ওপাড়ে
আজ যখন তুমি আমি
অখন্ড অবকাশ
কথারা হারিয়ে গেছে
ক্লান্তির অজুহাতে
পিছলে গিয়েছে মগ্ন সময়
সময়ের ঘরে অবিশ্বাসের থাবা
বাতিল হয়েছে যৌথ উড়ান
পথ সমান্তরাল হচ্ছে ক্রমশ
দূরে যেতে যেতে
পিছু ফিরে চাওনা এখন
হয়তো ছুটছো
নতুন গন্তব্যে ….
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।