বিশ্ব কবিতা দিবসে প্রাণেশ ভট্টাচার্য
by
·
Published
· Updated
অভিব্যক্তি
অন্তহীন এই হেঁটে চলা জুড়ে সাজিয়ে রাখছি সময়ের জলছাপ। মুহূর্তের অস্বস্তিতে নবারুণ বেঁচে থাকা। কথার পিঠে কথা ভেঁজে ভেঁজে অঘোষিত যাতায়াত। আমি সুখ, তুমি সুখী হলে আমাদের মনখারাপ বারান্দা খুঁজে নিতে শিখে যায়।
নীরব অভিমানের ভেতর যে আসাযাওয়া, সেখানে আমি লুকিয়ে থেকেছি বরাবর। এই বুঝি এলোমেলো আঁচল খুলে বসলে, বুকের মাঝে টেনে নিলে শান্ত ইতিহাস।
পিছুটান নেই, নেই হাত ধরে দীর্ঘশ্বাস পেরোনোর দায়িত্ব । নীরব রাত্রির বুকে কুয়াশা গাঢ় হলে আমরা খোলস ছেড়ে উঠি। জমে থাকা কথারা অভিব্যক্তি হয়ে যায়।