• Uncategorized
  • 0

বিশ্ব কবিতা দিবসে পিয়ালী ত্রিপাঠী

কবিতাকে দেখছি…

কবিতাকে দেখেছি ক্লান্তিহীন চোখে বিবর্ণ ধারাপাত গুনতে
সন্তর্পণে তাকে বাঁচিয়েছে রোজ অবসাদে ভোগা ব্যর্থ মানুষ !
কবিতা হয়েছে নীরব শ্রোতা , যখন কেউই চায়নি শুনতে
উড়িয়েছে সে প্রতি বর্ণমালায় দুঃখ জড়ানো হাজারো ফানুস ।
কবিতাকে দেখেছি নিদ্রাহীন রাতে বালিশে গুঁজে মুখ
স্বজনহারা শব্দদের তীব্র আর্তনাদের হাহাকার !
কবিতা হয়েছে দুঃখের সাথী , কখনো বা চেনা সুখ
প্রিয় শব্দ খুঁজতে গিয়ে কবিরা প্রায় জেরবার ।
কবিতাকে দেখেছি সামাজিক ব্যাধিতে প্রতিবাদ হয়ে ঝরে
গর্জে উঠে তাই কাগজের বুকে – দেয় মানুষকে শিক্ষা ,
কবিতা রয়েছে বন্দী কারাগারে তার শাণিত কলম ধরে
অকৃপণ হাতে মানুষকে দেয় রোজ , মানুষ হওয়ার দীক্ষা ।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।