খুব ভোরে ভেঙে যাবে ঘুম
সম্বিত ফিরতেই বুঝে নেব হাকিকত
তখন ঘর জুড়ে কেবল ভস্ম
ব্যস্ততায় গুছিয়ে নেব রোজনামচা
কবিতা আসলে দুঃস্বপ্নের যাপনক্রিয়া।।
২.
ছোঁয়ার বাসনায় কেটে যায় দিন
বর্ষা পেরিয়ে জল ডিঙিয়ে
এগিয়ে যাই অন্তিমের পথে
ঋতুর আসা যাওয়ার সাথে
বদলায় না সম্পর্কের সমীকরণ
ব্যক্তিগত সুখ অসুখ নিয়ে
বিভোর আমির জীবনজুড়ে
বিরহী সংলাপ,দুঃখের শব্দরা
শুশ্রূষা চায় মাঝেমধ্যে
যত্নে তাদের ঘুম পাড়িয়ে রাখি
কেমন যেন মনে হয় অকারণে
বড়ো বেশি সহজলভ্য হয়েছি
বন্ধকী জীবনে আঁকড়ে রাখা ছাড়া
সঞ্চয়ের ভাঁড়ার শূন্যের পথে
কেবলমাত্র ক্যানভাসে আঁকি
রঙ -তুলি -ভালোবাসায় কবিতা নামক শব্দের জাগলিং।।।