বিশ্ব কবিতা দিবসে গোপাল চৌনী
by
·
Published
· Updated
প্রেমিক
শীতের মশারির আলো আঁধারীতে তুমি অনামিকা
এ কাজল কালো চোখ, নাকি সুদূর নীহারিকা?
নাকি শারদ-প্রাতে তুমিই সেই মালবিকা!
অসহ্য অধুনা মোর, ভবিষ্যৎ আঁধার
ওই প্রেমই তো অতীতের প্রতিভাস জ্যোতিষ্কের নিঃসার।
নাকি তোমার ঐ খ্যাত নীলশাড়ি প্রার্থিত বিস্ময়ের আকার!
বহমান প্রেমের বিদ্যুতে চকিতে মিলায়ে যায় তোমার চমকিত তর্জনী,
কিছু কলকণ্ঠ্য হাসি, প্রেম, স্বপ্ন, ব্যাক্তিগত গোপন রমণী,
অনভ্যস্ত কায়া মোর তুমি বিনে নিঃসঙ্গ রজনী।
ইচ্ছাকে শাসন করে হেঁটে দেখো কভু,
এপথ কঠিন জানি প্রেমিক তো তবু।