আমরা কিন্তু বুঝেও অসুখ পুষছি শুধু ঘরে,
লুকিয়ে রাখার ফলেই বুঝো কেউ কেউ মরে।
জীবন দেওয়া সহজ নয় মৃত্যু দেয় হাতছানি,
লুকিয়ে রোগ ডাক্তারকে অসুস্থতা আনি।
এমন সময় দাঁড়িয়ে আছি তিলোত্তমার বুকে,
ধুঁকছে মানবসমাজ যেন ভয়ঙ্কর অসুখে!
বাঁচার শ্রমিক সবাই আমরা মৃত্যু সত্যি হোক,
সভ্যতার জন্য বাঁচতে গেলে হারবে আবার শোক।
বন্ধ হয়েছে জানলা কপাট, দোকানে নেই চাল;
গরীবের পেটে ভাত নেই, এমনই এ আকাল।
বাজার আগুন, ব্যবসা বোঝো? মরলে মরুক ক্রেতা।
ঘরের চালও যে দ্বিগুণে বেচে সেই আসল বিক্রেতা।
বন্ধ হয়েছে খেলাধূলো, রাস্তা ফাঁকা, শ্মশান;
কলরব নেই মাঠ মাঝে, সবারই মুখ ম্লান।
সাহস দিয়ে বাঁচতে হবে, ভগবানের দরজা বন্ধ ;
তুমিই তোমার ভগবান এখন, মহামারী অন্ধ।