বিশ্ব কবিতা দিবসে অনুব্রতা গুপ্ত
ঘুম স্টেশন
অবেলার ঘুমের মতো বাদামী কুজ্ঝটিকা।হাত ধরতে গেলে সরে যায়।তবু যারা তারাদের গোনে আর হিসেব মেলায় পূর্ববর্তী ভুলের তাদের চোখের মণি জটিল কালো রঙের হয়।তারা আমাদের চেয়ে বেশী দেখতে পায়।আয়ুর মতো ক্ষয়ে আসা গালের পেশি ধরে রাখে জীবনের প্রাচীন মাধুর্য।ঘুম ভেঙে গেলে হঠাৎ বোঝা যায় সমস্ত ট্রেন আর ফুটপাথ উঠে গেছে তারার কিনারে।যাবে কোথায়?পা হেঁচড়ে শূন্যে দু’হাত ছুঁড়ে লাফিয়ে একটা সমুদ্র পেরোতে হবে।
এই একটা সমুদ্র পেরোনোর জন্য আমি তোমার কাছে ফিরতে পারিনি কোনোদিন।
একটা দীর্ঘ ঘুম থেকে উঠে পড়ি তোমায় দেখবো বলে।সে কথা শুধু জানে রাতের চায়ের দোকান।
তোমাকে বলিনি ভালোবাসি।অথচ কাউকে তো বলতেই হতো?