কবিতায় বিদ্যুৎ রাজগুরু
বানী বন্দনায়
নতুন করে নতুন সাজে
প্রাণের লুটোপুটি,
মন উড়ে যায় প্রাণ ভরে যায়
আজকে সবার ছুটি।
নতুন করে চলতে শেখা
ঠকে আজও শিখি,
গহীন মনের জমা কথা
নতুন করে লিখি।
শাড়ীর সাজে সাজিয়ে নিয়ে
শুধু আশা-যাওয়া,
পুস্পভরা হাতের মুঠোয়
নতুন কিছু পাওয়া।
প্রথম শাড়ী আজকে পরা
ফুলের সাজি হাতে,
জাতধর্মের নেইকো বালাই
পূজাই সবাই মাতে।
কচি হাত রঙ-তুলিতে
আঁকে জ্ঞানের আলপনা ,
মন উড়ে যায় প্রাণ ভরে যায়
বাজে খুশির বাজনা।
নতুন করে পড়ব পড়া
নতুন কিছু শিখব,
জ্ঞানর আলো জ্বালিয়ে দিয়ে
আঁধারটাকে রুখব।