আঞ্চলিক ভাষায় অণুগল্পে সারদামণি মণ্ডল
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
ভালোবাসা
কঙ্কাবতী : আজ আবার তুর কী হলো? অমন প্যাট প্যাট করে চেয়ে আচিস ক্যানে মুর মুখটোর পানে।দেকে তো মনে হচে ই জম্মে তু মুকে পেতমবার দেকচিস।বলি বেলাটো কত গড়ানচে সি খ্যাল আচে,লা কি আজ আর ভাতটো খাবিক লা?
সত্যকাম : আ মরণ! দু দণ্ড চুপটো থাকতে পারিস লা?মেয়ে মাইনষের ই অ্যাক বদ্ স্ববাব।
কঙ্কাবতী : তা মু কিসের লিগ্যে চুপটো থাকবোক শুনি।এই আটটো বচরে ইমন তো কুনুদিন হয় লায়;তার লিগেই ভাবনাটো করচি।
সত্যকাম : শুন তবে,আজকে যখন মাটি টো কেটে পথ ধরে ঘরে ফিরচিলাম,দেকলাম পতের ধারে এক বাবু আর তার বোহুটো দাড়িন আচেন।বহুটোর গায়ে একখান #লাল পেড়ে #হলদে কাপড়।জানিস মনটো খারাপ হয়ে গেল রে,তোকে যদি মু একখান ওই হলদে কাপড় কিনে দিতে পারতেম;ইসব ভাবতে ভাবতে ঘরে এসে দেখি তু মোর লিগে বসেটো আচিস ভাতের হেঁশেল লিয়ে।বিশ্বাস যা মুর খিদেটো কোথাকে উড়ে গেল,তুর পানে তাকিন ভাবতে লাগলাম তুকে কেমন মানাবেক ওই শাড়িটোতে।খুব মন চাইচে রে উটো কিনে দি।তু ইবার পূজোতে হলদে শাড়ি খান পড়ে ঠাকুর দেখতে যাবিক,তুকে দেখে মোর মনটো আনন্দে ভরে উঠবেক।
কঙ্কাবতী : মুর তো কাপড় আছেক।আর তু মোর পাশটোতে থাকলেক লতুন-পুরোনো,হলদে-লাল কাপড়ে কি যাবেক আসবেক বল দিকিনি !লে লে ডুবটো দিয়ে আয়।আজ মু সেই চচ্চড়ি টো রেঁদেচি যেটো পেতমবার খেয়ে তু মুকে ‘পাকা রাঁধুনি’ বলেছিলিস।মনে আচে তোর,,,,,,