“পুরুষ” নিয়ে বিশেষ সংখ্যায় সারদামণি মণ্ডল

তুমি পুরুষ
পুরষ তুমি বটবৃক্ষ সম পিতা
নিরাপদ আশ্রয়ে নিশ্চিন্ত পরিবার
নিজে পোড়ো রোদে ভেজো জলে
বাকিদের গায়ে লাগতে দাওনা আঁচ।
পুরুষ তুমি সন্তান,পরিবারের সুখ
তুমি একমুঠো রোদের আলো
মনখারাপের মেঘ সরিয়ে
ঝলমলে করে রাখো চারিপাশ।
পুরুষ তুমি প্রেমিক চণ্ডীদাস
শত সহস্র বাধা পেরিয়ে
সামাজিক নির্যাতন সহ্য করেও
রজকিনি’কে বসালে সম্মানের আসনে।
পুরুষ তুমি কর্ণ সম মিত্র
জীবনের ঝুঁকি নিয়ে হলেও
ঢাল হয়ে দাঁড়াও বিপদে
রক্ষা করো বন্ধুত্বের মর্যাদা।
পুরুষ তুমি আকাশের মতো স্বামী
কখনোই নও স্ত্রীর বন্ধন
জড়িয়ে রাখো ভালোবাসার উদারতায়।
তুমি পুরুষ
অন্তরে একান্তই একা
অভিমানের অধিকারটুকুও নেই তোমার।