“পুরুষ” নিয়ে বিশেষ সংখ্যায় বিপুল জামান
by
·
Published
· Updated
পিতার সাথে
কাঁধে চড়িয়ে নাগরদোলায় চড়ার সাধ পূরণ করেছে বাবা
বৈশাখী মেলার ঢেড়া বাজলে মুখ বিষন্ন হয়ে যেত তাঁর
ঈদে পুরোনো জুতায় আরো কিছু তালির উপর রঙ চাপানো হতো
দারিদ্র তাকে করেনি মহান
খুঁজতে বাধ্য করেছে সুখের নতুন অনুবাদের নতুন খতিয়ান
বিষন্ন, বিষ্ষন্নতা
অসহায়, অসহায়তা
বিমূঢ়, বিমূঢ়তা
প্রবোধ, প্রবোধমালা
বেদনা, বেদনাগাথা
সেই প্রশস্ত বুক ছিল স্নেহের ভিত্তিভূমি
আমি জাগরনে এমনকি স্বপনে
খুঁজি সেই আস্থার চাতালখানি
দুহাত ভরে কোদাল করে আজ ইচ্ছে হয় স্নেহ তুলি
চওড়া কাঁধে চড়ে চড়ি নাগরদোলার ঘূর্ণি