“নারী-দি-বস” উদযাপনে নির্মাল্য ঘোষ
by
·
Published
· Updated
আমার নারী
ভাবতাম গ্রহান্তরের জীব…
ভাবিনি আসলে ভাঁজ করা আলোর নদী..
আসলে আস্ত একটা রূপকথা..
আমার আদিম অহংকার তোমার গর্ভে
মুখ লুকায়…
মমতা ছেটান তুমি আমার সারা গায়ে
বুকে হোলি খেলে…
মায়ের আঁচল থেকে ফুল শয্যার রাত
কিম্বা আকুল পিতার কন্যাদান…
সবখানেতেই তোমাকে ঘিরে আমার
আবর্তন…
আমার বিবর্তন…
আমার আবেগ…
তোমার জোছনার উত্তাপ আমার মাথার
তলার বালিশ..
তোমার মমতার কোল বালিশ আঁকড়ে
প্রতি রাত্রে আমি চোখ বুজি…
শিল্প সংস্কৃতির জাগরণের আশায়…
তুমি আছো তাই আমি পুরুষ…
তাই আমি শিঁরদাঁড়া আঁকি ক্যানভাসে..
দিন রাত এক করে…
ক্রমাগত…