• Uncategorized
  • 0

নাটিকায় সুশান্ত সরকার

।। সাবিত্রী – সত্যবান কথা ।।

[ স্থান – কলকাতা শহর

সময় – LOCK DOWN ]

 

সাবিত্রী: কিগো ! একলা দাঁড়িয়ে আছ অমন করে কি ভাবছ?

অনেকক্ষন ধরে দেখছি চুপচাপ
একাএকা আকাশের দিকে তাকিয়ে আছ?
কি গো কি ভাবছ?
সত্যবান: (মুচকি হেসে)
জান সাবিত্রী … অনেকদিন পর  রাতেরবেলা আকাশ দেখছি…
সাবিত্রী: তা অবিশ্যি ঠিক তোমার মনে আছে
আমাদের বিয়ের প্রথম প্রথম
তখন তুমিও জোয়ান,আমারো ব্য়স কম
রাতের বেলা খাওয়ার পরে
তুমি তারা দেখাতে
ছাতের ঘরে …
মনে পরে …
সত্যবান: পড়বে না আবার…তখন এত বাড়ি ছিল নাকি
না এত  flat ছিল না দোকানপাট
বাড়ির পেছনে কত বড় বাগান
আর ঐ ও পাশটাতে, বিরাট মাঠ
                 তখন আলোও ছিল কম
তারার … ঝিঝির ডাক …
হাওয়ার শব্দ হরদম
সাবিত্রী: (হতাশ হয়ে )
সত্যি গো সে সব দিন
কেমন যেন হঠাৎ গেল চলে
কিছুটি না বলে …
সত্যবান: সাবিত্রী… (হেসে) দিন কি আর যায় গো বলে
নদীর মত আপনি খেয়াল এগিয়ে চলে
ঐ দেখনা মাঠের ওপর সাততলা flat
মাটি ফুঁড়ে উঠল
পাশের বাড়ির মুখুজ্যেরা
বাড়ি ছেড়ে flat’ র মালিক হল
বাগান কেটে হল খালি
সবাই নিজের ভিটে ছেরে
পরের ভিটেয় গেরস্থালী
সাবিত্রী: সত্যি গো সে সব কেমন পর হয়ে গেল
কাছের লোক গেল  দূরে
হঠাৎ মোন খারাপ করে
হ্যাঁ গো … তাই বুঝি অন্ধকারে
চেয়ে আছ তারার দিকে ….
সত্যবান: ব্য়স হলে স্মৃতির পাতায়
ছোটবেলা হাতছানি দেয়
ঐ দেখ তারার রেখা
আকাশ জুড়ে স্পষ্ট আঁকা …
সাবিত্রী: হু… ঠিক বোলেছো
(হঠাৎ) ঐ দেখ তারা খোসলো …
আনেকদিন পর … (চোখবুজে মানত করে)
সত্যবান: সাবিত্রী, রোজই তারা খসে পরে
শিউলি ফুলের মতো
ধোওয়ায় আকাশ ঢাকা থাকে
তাই দেখতে পার নাতো …
তবে এখন আমার দিব্যি লাগেছে … বেশ লাগছে
আবার আগের মতো
ফাঁকা রাস্তা, ফাঁকা শহর, খোলা আকাশ
এই জীবদ্দশায় দেখতে পাব
ভাবিনি এত …
… সাবিত্রী … কি গো ভেবেছিলে
এমন দিনও আসবে
মরচে ধরা গাছের পাতায়
আবার সবুজ রং লাগবে..
এমন দিনও আসবে..
সাবিত্রী: ঠিক বলেছো …
বেশ কয়েকদিন ধোরেই দেখছি …
গাড়িঘোড়া বন্ধ রাস্তাঘাট ফাঁকা…
ছেলেপিলে নাতিনাতনি
সবাই আছে ঘরে …
কি ব্যাপার বলতো ?
যুদ্ধ লাগল নাকি শহরে
সত্যবান: (হেসে)  সাবিত্রী সারাদিন সংসার, কিছুই খবর রাখনা
চিনাম্যানেরা এক ভাইরাস ছেড়েছে
নাম দিয়েছে CORONA
সাবিত্রী: করনা..ও মা সে আবার কি?
ভাইরাসের যুদ্ধ..বাপের জন্মে শুনিনি..
সত্যবান: কে বা শুনেছে ? কে বা ভেবেছে,
এমন দিনও আসবে …
ছোয়াছুয়ি হোলে পরেই
মানুষজন মরবে।
সাবিত্রী: ও মা সে কি কথা গো
মানুষ ছুঁলে মানুষ মরে
এ কেমনতর যুদ্ধ …
সত্যবান: তাই আর বলছি কি?
মরণ ত্রাসে ভুগছে দেখ
গোটা বিশ্বশুদ্ধ
ধবংসের মুখে সভ্যতা আজ
নিয়তীর ঘোর ফন্দি
বাঁচার জন্য লড়ছে মানুষ
তাই নিজের ঘরে বন্দি
সাবিত্রী: (ভয়ে) বল কি শেষ বয়সে, এও দেখতে হল …?
সত্যবান: মহাকালের লীলা
আমি তুমি কি করবো বল …?
তবে হ্যাঁ … এখন ভোরবেলা পাখীর ডাক শুনতে পাই
চেনা অচেনা কত রকম পায়রা চড়াই …
ফুল পড়ার আওয়াজ পাই …
মাটির সোদাঁ গন্ধ পাইকখন
খয়রী হওয়া ঘাস ফুলে
সবজে আভা দেখতে পাই
রাতের আকাশে স্বচ্চতা পাই
নির্জনতায় ঝিঁঝিঁর শব্দ
অনেক বছর পর শুনতে পাই
ঝাপসা চোখেও আমি এখন অনেকদুর দেখতে পাই
অনেকদুর দেখতে পাই ……
সাবিত্রী: না … না … এ কেমন কথা …
এ ঠিক ন্য়…
তুমি ভাবছ নিজের কথা
আর মানুষ মরছে যন্ত্রনায় … এ ঠিক নয়…
সত্যবান: জানি ঠিক নয় …
তবু কি জান
মানুষের এই বিপদের কারন
মানুষ নিজেই…
ক্ষমতা, লোভ, হিংসার বীজ
লাগিয়েছে নিজের হাতেই …
বিষ গাছের বিষাক্ত ফল
ভাগ পেয়েছে সবাই
হীরক রাজার দেশ  সাবিত্রী
আচ্ছা মগজ ধোলাই …
পশু পাখী রাস্তাঘাটে
মানুষ ঘরে বোঝাই …
খিদের জ্বালায়
ঘোর আশঙ্কায় নিত্য মারামারি
দুঁয়ারে এসে কড়া নাড়ে
CORONA মহামারি
সাবিত্রী: সে যাই হোক …
ভগবান আছে, দেখ সে সব সামলাবে
নিজের হাতের সৃষ্টি
এত সহজে শেষ হবে …
সত্যবান: আসলে জান আমিও তাই চাই
ভালোভাবে বাঁচুক ভালোভাবে থাকুক সবাই
সাবিত্রী সেই পুরাকাল থেকে …
ভগবানের কাছেচেয়ে এসেছো মানব জীবন
মৃত্যু থেকে ছিনিয়ে এনেছো সত্যবান, র প্রান
যুগে যুগে আগলে রেখেছ কত মহাপ্রলয় …
ঈশ্বর তোমার কথা শোনে…
তাকে একবার বল না হয় …
মৃত্যুতে দিক দাঁড়ি
বাঁচুক মানুষ বাঁচুক পৃথিবী
স্তব্ধ হোক এ মহামারি
সাবিত্রী: হে ভগবান তাই যেন হয় …
হে পালনহার তুমি করুণাময়
সত্যবান: হে ভগবান যেন তাই হয় …
সবশেষে হোক মানবজাতির জয় …
আমার কথা
লকডাউন
তাই বেশি রাত অবধি লেখালিখি করি
খচমচ  শব্দে ঘুম ভেঙে গেল ভোরের দিকে
যদিও ঘুমের ঘোরে অনেকক্ষন ধরেই শুনতে পাচ্ছিলাম
প্রথমে ভাবলাম স্বপ্ন …… কিন্তু এত স্পষ্ট , এত সচ্ছ কি করে হয়?
কারা কথা বলছিল … পাশের বাড়ীর কেউ …?
রান্নাঘরের কাছটায় একটা আমগাছ আছে আমাদের পাশের বাড়ির,
তার ডালপালা আমাদের বাড়ির দেওয়ালে এসে পরেছে; তার খানিকটা আমার
ঘরের পাশটাতে হাত বাড়িয়ে আছে ….
গাছটা অনেকটা ত্রিভুজের মতো হাত বাড়িয়ে আছে … আমার ছেলেবেলা থেকে
এখনো কাটা পড়েনি …
বৃদ্ধ  সত্যবান আর তার স্ত্রী বৃদ্ধা  সাবিত্রী র সংসার ,খড়কুটো বাধা ছোট্ট গেরস্থালী আমগাছটার ব্ড় ডালটায়
দুই বুড়োবুড়ির কথা …
ঘুমের ঘোরেই হোক যা শুনলাম তাই লিখলাম …
আমার জানলায় দাড়াতেই নিমেষে ছটপটিয়ে উড়ে গেল ভোরের আকাশে …
যা !!!!…… উড়ে গেল ……!!
আমি জানলায় একা দাঁড়িয়ে …
এত স্পষ্ট , এত সচ্ছ ,এত সত্যি ……।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।