সাপ্তাহিক ধারাবাহিকা -তে বিতান মুখোপাধ্যায় (পর্ব – ২৬)
by
·
Published
· Updated
রাগে অনুরাগে
মেঘ মল্লার
অনেকটা বৃষ্টিভেজা দুপুর, শহরতলিতে জল জমেছে
লোকেরা তাদের হাঁটু পর্যন্ত প্যান্ট গুটিয়ে টপকে টপকে রাস্তার খানাখন্দে জমে থাকা জলগুলো কে একটু তাচ্ছিল্য ভরা মনভাব দেখাচ্ছে
নিউটাউনের এক কুড়িতলা ফ্ল্যাটের ছাদে রূপকথা নামে মেয়েটি মেঘলা আকাশের দিকে তাকিয়ে গেয়ে চলেছে ‘মেঘমল্লার’ রাগ
রূপকথার নিজের জীবনে যে রূপকথার রাজপুত্তুর সে তাকে গতকাল থেকে কোনো ফোন করেনি, তাকে ফোনে পাচ্ছে না সে
আর সবাই তো জানি যে বৃষ্টি পড়লেই তো সব থেকে বেশি মনের মধ্যে মূহুর্তরা দৌড়তে আরম্ভ করে
রূপকথা তার সদ্য শেখা মেঘমল্লার গেয়ে নিজের কষ্ট কমানোর চেষ্টা করছে।
“ঝিরিঝিরি বহতি পানি”
মেঘমল্লারের তীর্যক ‘নি’ যতোবার ফিরে আসছে তার গলায় তার গলা শুকিয়ে আসছে
তানসেন নাকি মল্লার গেয়ে বৃষ্টি নামাতে পারতেন!
রূপকথা তাই চেষ্টা করছে মেঘমল্লার গেয়ে মেঘলা দিনে আকাশ কে কাঁদাতে না পারলেও অন্তত তার চোখে বৃষ্টি নামুক
রাগের আরোহ অবরোহ হঠাৎ তার চোখে বৃষ্টি নামালো আবার তার চোখের বৃষ্টি দেখে আকাশ তার সঙ্গী হয়ে উঠলো ।
সে কিছুক্ষণ বৃষ্টিতে ভিজতে ভিজতে তার মনে হলো তার ফোনটা বাজছে দরজার পিছনে সে দৌড়ে গেলো..
মনে হয় সত্যিই তাহলে তখন তানসেনের যুগে যেমন মল্লারে বৃষ্টি নামত এখনও তেমনই নামে..
ক্রমশ…