হিন্দু শাস্ত্রীয় সংগীতের মধ্যে প্রসিদ্ধ একটি রাগ এটি।
যার ঠাট কল্যাণ
এই রাগটির বাদী ‘মা’ এবং সমবাদী ‘সা’।
এই রাগের আরহণ ছয়টি স্বর এবং অবরোহণে সাতটি স্বর ব্যাবহৃত হয়।
এই রাগ গাইবার সময় রাত্রি।
এই রাগের চলন ঠুংরী এবং খেয়াল অঙ্গের ক্ষেত্রে অত্যন্ত প্রসিদ্ধ ।
এই রাগটি শিব বন্দনার ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে।
ভারতীয় বিভিন্ন ঘরানার ক্ষেত্রেই এই রাগ ব্যবহৃত হয় এবং এই রাগ তার নিজস্ব রঙরূপে প্রসিদ্ধ ।