দৈনিক ধারাবাহিক : মৃদুল শ্রীমানী

জেনেটিক্স ও মহা প্রাচীন ভারত
(যে লোক জেনেটিক্স আর ইতিহাস কিছুই জানে না, এটা তেমন লোকের কল্পনা বিলাস। রামগরুড়ের ছানাদের অপাঠ্য)
৮
ময়ূরের সঙ্গে যৌন সঙ্গমে নয়, স্রেফ ময়ূরের চোখের জল পান করে ময়ূরী ডিম পাড়ে, ভারতের জাতীয় পক্ষীর প্রজনন বিষয়ে এমন অত্যাশ্চর্য মত প্রকাশ করে এক জজ সাহেব খুব আওয়াজ খেয়েছিলেন। সবাই তাঁর বুদ্ধি শুদ্ধি নিয়ে হাসি তামাশা করেছিল।
কিন্তু প্রাচীন ভারতে চোখের জল প্রজননের কাজে লাগত। একবার ব্রহ্মা সুমেরু পর্বতে সভা বসিয়েছেন। শত যোজন লম্বা সে সভা কক্ষ। হঠাৎ ব্রহ্মার চোখ থেকে এক ফোঁটা জল পড়ল। ওমা, সেই জলের ফোঁটা থেকে বেরিয়ে এল এক বানর। তার নাম দেওয়া হল ঋক্ষরজা।
দেখা গেল, চোখের জল যদি ব্রহ্মার হয়, তা হলে বানর জন্মায়। আর ওই টেকনিকে ময়ূরের চোখের জলের সৌজন্যে কিছু হবে না কেন?
চলবে….