দৈনিক ধারাবাহিক : মৃদুল শ্রীমানী

জেনেটিক্স ও মহা প্রাচীন ভারত
(যে লোক জেনেটিক্স আর ইতিহাস কিছুই জানে না, এটা তেমন লোকের কল্পনা বিলাস। রামগরুড়ের ছানাদের অপাঠ্য)
৫
ভূমিতে পতিত বৃহস্পতির বীর্য হতে ভরদ্বাজের জন্ম তা তো ইতিমধ্যে বলেছি।
ভরদ্বাজ ছিলেন বিখ্যাত মহর্ষি। তিনি একদিন গঙ্গাস্নানে গিয়ে ভিজে কাপড় পরা এক অপ্সরা ঘৃতাচীকে দেখে কামাতুর হন ও তাঁর শুক্রপাত হয়। ভরদ্বাজ জানতেন যে তাঁর বীর্যপাত মহামূল্যবান। তাই সেই বীর্য তিনি দ্রোণ নামে এক যজ্ঞপাত্রে রক্ষা করেন।
সেই পাত্রের নাম ছিল দ্রোণ। তাই থেকে ওই বীর্যজাত পুত্রের নাম হল দ্রোণ।
চলবে….