দৈনিক ধারাবাহিক উপন্যাসে মৃদুল শ্রীমানী (পর্ব – ৬৭)
by
·
Published
· Updated
পর্ব – ৬৭
১৬৬
খেতে খেতে বাবা বললেন, মোটে দু হাজার টাকা পুজোর খরচ দিয়েছিস তুই। এর মধ্যে কি করে কি সামলাব বলত!
শ্যামলী বলল, বাবা, তুমি একটা চাকরি করলে কত বোনাস পেতে!
মা বললেন, শান্তু অন্তু দুভাই দোকান থেকে বাকিতে জামাকাপড় কিনে এনে আমায় বিল ধরিয়ে দিয়েছে। ওদের জামা কাপড় জুতোর খরচ হাজার টাকার উপর। তনু কাল ফোন করে শুনিয়ে দিয়েছে, তোমাদের অত টানাটানি চলছে যখন, এবার আর কিছু দিও না । বলেছে, এবার ওরাও কাউকে কিছু দিচ্ছে না। জামাইয়ের বোনাসের সবটুকু টাকা গুরুদেবকে দিচ্ছে।
শ্যামলী বলল, কার সংসার কে কি করে চালাবে, তা আমি জেনে কি করব মা। আমি শুধু বলেছি, এই বাজারে একটা মধ্যবিত্ত সাধারণ লোক পুজোয় কতটুকু খরচ করতে পারে।
বাসন্তীবালা তেতো স্বরে বললেন, তোর বাবার আমলে তো এত গরিবানা মতে চলতে হয় নি। গাড়ি করে ঘুরে ঘুরে আত্মীয় স্বজনের বাড়িতে বাড়িতে গিয়ে জনে জনে ধরে ধরে কাপড় চোপড় মিষ্টি দিয়ে এসেছি।
প্লেট থেকে অর্ধেকটা ভাত কমিয়ে নিল শ্যামলী। তা দেখে সবিতা চেঁচিয়ে উঠল, কি হচ্ছেটা কি, এত অল্প খেলে বাঁচবি?
শ্যামলী ম্লান হেসে বলল, আমার দেশে না খেয়ে যে ক’টা লোক মরে, খেয়ে মরে তার বেশি। ওক’টা জলে ভিজিয়ে রেখে দাও। কাল সকালে ওই খেয়ে খাটতে বেরোবো।
ক্রমশ…