• Uncategorized
  • 0

দিব্যি কাব্যিতে অতনু ভট্টাচার্য

সৌন্দর্যতত্ত্ব

জীবন বল কি চেয়েছি রে আমি ?
দামি বাড়ি ? গাড়ি ?
জীবন মহান খচ্চর—
জীবন এক মস্ত হারামি !
কিন্তু কাকা, ফিনিশিং এ
একটু আশা না হলে কি চলে ?
শেষে লেখো— তবু জীবনের
কাছে মৃত, দু’ফোঁটা জলের কথা বলে।
এবার একদম ঠিক
দেয়ালও তো ডাকছে কোথায়
ঠিক্ ! ঠিক্ ! ঠিক্ !
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।