একটা অসমান পিচ। অথচ,এখানে আমরা ব্যাটিং জানি না বললে হবে না!দুরন্ত গতিতে বল যে কোনদিকে আসছে কিছুই বুঝতে পারছি না।আমরা শুধুই ‘আনতাবড়ি’ ব্যাট চালাচ্ছি। হাল দেখে মাঠ ছেড়ে চলে গেছে কেউ কেউ। কেউ কেউ এসে আবার হাল ধরেছেন। কতজনের নাটক, অভিনয় দেখলাম! সত্যি বলছি, তাদের পুরস্কার দেওয়ার ব্যবস্থা কেউ করলে, তারা তা পাবেনও সিওর।এরমধ্যে আবার কেউ কেউ গ্যালারি থেকে এসে পিঠ চাপড়ে বলেছেন, ‘খেলাটা ছেড়ো না,লাইভ দেখছেন দর্শক!দর্শক থেকে তারাও এসে ব্যাট(কলম) ধরেছেন।
আর, আমরা শুধুই বাইশ গজে টিকে থাকার চেষ্টা করেছি। হ্যাঁ,আগামী দিনগুলোতেও আমাদের সেই চেষ্টাই থাকবে।
এখানে কোনো আমি নেই আগেও বলেছি।আবারো বলছি,বলবো, আমরা একটা টিম। হ্যাঁ,আমরা বিশ্বাস করি টিমওয়ার্কে। আমাদের এখানে কেউ রাজা নয়,কেউ প্রজা নয়। ‘আমরা সবাই রাজা’, আর এই আমরা কারা? আমরা মানে, আপনিও। আমরা মানে, আমরা সকলেই। মানে,টেকটাচ টকের সকল পাঠক, লেখক, সম্পাদক, অক্ষর শ্রমিক এবং টেকনিক্যাল পার্সনরা মিলেই আমরা। একটা টিম,যার নাম টেকটাচ টক। এভাবে প্রতিদিন সাহিত্যের কমপ্লিট প্যাকেজ নিয়ে আগে কোনো কাজ হয়েছে কি না, তা আপনারাই ভালো বলতে পারবেন। না,আমরা কোনো তকমা পেতে এখানে আসিনি। ইতিহাস তার নিজস্ব পথে, নিজস্ব গতিতে চলবে, সেখানে আমরা অতি সামান্য,অতি নগন্য। এই টিমের সাফল্য বা ব্যর্থতা বলার সময় আসেনি এখনো। সবে তো মাত্র শতদিন পার করেছি! তারমধ্যেই আমরা সযত্নে কুড়িয়েছি হিংসা ও ভালোবাসা।পূর্ব বা পশ্চিম কিংবা উত্তর বা দক্ষিণ নয়,সবদিক, মত ও পথ নিয়ে আমরা সমবেত সাজানো গোছানো কোনো মঞ্চ হওয়ার চেষ্টা করছি না।প্রত্যাশা,দাঁড়াবার সামান্য মাটিটুকুই। মাটিতে দাঁড়িয়েই প্রার্থনা করি, আমাদের আকাশে আজানের ধ্বনির সঙ্গে মিশে যাক ‘ওঁ জবাকুসুম’। দুই বাংলার সাহিত্য-সংস্কৃতির আকাশে একঝলক শান্তিবাতাসের নাম হোক টেকটাচ টক।
যে কোনো কাজ শুরু করাই যায় কিন্তু তা শেষ অব্দি টেনে নিয়ে যেতে হলে সকলের ভালোবাসা ছাড়াও আরো আরো অনেককিছু প্রয়োজন হয়। আমাদের বেশ কিছু পরিকল্পনা আছে, পরে পরে সেসব বাস্তবায়িত হবে। আপাতত সঙ্গে থাকুন,পাশে
থাকুন।
আর একটা কথা না বললে অন্যায় হবে। সকলের অলক্ষ্যে রয়েছে আমাদের টেকনিক্যাল সাপোর্ট টিম।জানেন, গত একশোদুদিনেও ওদের জন্য আমরা কিছুই করতে পারি নি।ছেলেগুলো ট্যালেন্টেড।ওরা কাজ জানে। আমরা ওদের শুধুই কাজ করিয়েছি। কিন্তু উপার্জন বলে কিছুই দিতে পারিনি। ওদের বেকার নামটাও ঘোচাতে পারিনি। আমাদের দেশে কোটি কোটি এরকম মানুষ আছে, বিশ্বাস করুন আমরা সেসব কিছুই ভাবছি না বললে ভুল বলা হবে।ওদের সঙ্গে রোজ কাজ করছি তো!তাই ভাবি,ওদের জন্যই ভাবি, যদি ওদের জন্য কিছু একটা করা যেত!
এই খেলাটা চালিয়ে নিয়ে যেতে হলে,ওদের তো চাই-ই, সেই সঙ্গে চাই আপনাদের সকলের দোয়া,শুভেচ্ছা, শুভকামনা,আশীর্বাদের সঙ্গে নিয়মিত লেখা। লেখকের ঈশ্বর তো পাঠক!তাই টেকটাচ টকে প্রকাশিত লেখাগুলি দরকারে পাঠকের বাড়ি বাড়ি গিয়ে শেয়ার করতে হবে।ওরা সন্তুষ্ট হলেই তো,আমাদের সকলের প্রয়াস সার্থক হবে।খেলা আরো জমুক।আরো বেশি বেশি করে আসুন আমাদের পাঠক ও লেখক।দর্শকেরা খেলা আরো জমিয়ে তুলুন।আমাদের আন্তরিক আহ্বান, আসুন।পিচ যতই অসমান হোক, মাঠে আমরা যখন নেমেছি, তখন খেলা তো চলবেই, না কি? অনুরোধ, আর কেউ মাঠ ছেড়ে যাবেন না প্লিজ।