মনে করতে লাগে ভালো
সরস্বতী পূজোর আলো
যার তুলনা নাই,
এই পূজোটা দেখি যখন
ভালো লাগে ভাবতে তখন
ফিরে পেতে চাই ।
পাড়ার পূজো ছেড়ে দিয়ে
বিদ্যালয়ে আগেই গিয়ে
করতাম কত কাজ,
পূজোর বাজার হাসি গল্প
ভালো লাগতো হলেও অল্প
ভাবছি বসে অাজ ।
অঞ্জলিতে ফুলটা ছোরা
পাশেই দেখি কত জোড়া
খুশি তাদের মুখ,
লাগতো ভালো তখন যারে
ভাবতে থেকে নিয়ে তারে
পেতাম মনে সুখ ।
আড়াল থেকে একটু চাওয়া
সেটাই ছিল অনেক পাওয়া
হয়তো শুরু প্রেম,
বলতে তারে বুকটা ফাটতো
এমন করেই দিনটা কাটতো
থাকতো হয়ে ফ্রেম ।
পূজোর পরেই সাহস করে
সামনে ডেকে বললে ওরে
বললো সম্ভব নয়,
থেমে গেলো মনের আশা
যতই বলো ভালোবাসা
জোর করে কি হয় ?
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন