“বয়স অনুযায়ী জীবন মানুষের কাছে একটি করে বারান্দা খোলে, তারপর নির্দিষ্ট সময় পার হলে সেই বারান্দাটি বন্ধ করে নতুন অন্য আর-এক বারান্দা খুলে দেয়।
শেষ অব্দি মানুষ এসে পশ্চিমের বারান্দায় দাঁড়ায়। পশ্চিমের বারান্দায় এসেই তো প্রতিটি মানুষ পাখি হয়। এই বারান্দা থেকেই তো শেষবারের মতো ওড়ে, নিরুদ্দেশের দিকে। তাই না?”