” ভালো কথা খারাপ মানুষ বললে সেটা খারাপ হয়ে যায় না । “
কাউকে বাইরে থেকে দেখে তার সম্বন্ধে জানা, বোঝা ও চেনা খুবই অসম্ভব ব্যাপার । আমরা সচরাচর এই ভুলটাই করে থাকি যে, কাউকে বাইরে থেকে দেখে তার সম্বন্ধে নিজেরাই একটা ধারণা করে নি যে, সে কেমন ধরণের মানুষ ? খারাপ মানুষের মধ্যেও ভালো গুণ থাকতে পারে । প্রত্যেকটি মানুষের ভালো কথাকে সমান গুরুত্ব দেওয়া উচিত ।
কার ভিতরে যে কি গুণ আছে, সেটা সহজে বোঝা যায় না । প্রত্যেকটি মানুষের মধ্যেই ভালো ও খারাপ গুণ আছে । কারো ভালো গুণটা প্রকাশ পেয়ে সুনাম অর্জন করে । আবার কারো খারাপ গুণটা প্রকাশ পেয়ে সমাজে বদনামী হয়ে থাকে ।গুণী ব্যক্তি কোন সময়ই নিজেকে দেখানোর চেষ্টা করেনও না । যাকে আমরা তাচ্ছিল্য করি কিংবা খুবই খারাপ ভাবি, তার মধ্যেও ভালো গুণ থাকতে পারে ।
একজন ভিখারী, চোর, গুন্ডা, বদমাশ, কিংবা অন্য খুবই নিম্নবর্গের মানুষের মধ্যেও কিন্তু ভালো গুণ থাকতে পারে । সে কি অন্যায় কাজ করছে সেই দিকে নজর না দিয়ে । যখন সে একটা ভালো উপদেশ কিংবা ভালো কথা বলছে । তখন সেই কথাটা শোনা ও তার কথার মূল্য দেওয়া উচিত । খারাপ মানুষ যে সব সময় খারাপ কথা বলবে তার কোন মানে নেই ।
যাকে আমি অতি তাচ্ছিল্য ভাবছি সেও খুব ভালো পরামর্শ দিতে পারে । তাই তার ব্যক্তিগত দিকে নজর না দিয়ে, তার কথাটার দিকেই পুরো নজর দেওয়া উচিত । ভালো কথা সবার কাছেই ভালো হয় । খারাপ মানুষ ভালো কথা বললে সেটা খারাপ হয়ে যায় না । আবার ভালো মানুষ হলেই যে ভালো কথা বলবে তারও কোন মানে নেই । তাই আমাদের যখন কেউ কিছু কোন ভালো কথা বলছে, তার কথাটা মন দিয়ে শোনা উচিত । কোন ব্যক্তি বলছে, তার পরিচয় কি ? তার বিচার না করাই শ্রেয় ।