• Uncategorized
  • 0

গুচ্ছ ছড়া-কবিতায় মালিপাখি

১। এই মুঠোতে

এই মুঠোতে অবাধ খুশি । চাঁদনি মনের আলো !
এই মুঠোতে তোমরা সবাই গানের মতো ভালো !!
এই মুঠোতে টুনটুনি,বক, ঢেউ মোড়া ধান পাখি !
এই মুঠোতে ডুগডুগি মন । একলা জেগে থাকি !!
এই মুঠোতে শাপলা পুরের রাখাল বাজায় বাঁশি !
এই মুঠোতে মোহর ছড়ায় কুরচি ফুলের হাসি !!
এই মুঠোতে বাজনা গাঁয়ের শিউলি বাতাস ওড়ে
এই মুঠোতে ঝালকাঠি ভোর ছুটছে ঘোড়ায় চড়ে
এই মুঠোতে কাঠবেলি, যুঁই, শিউলি, টগর ফোটে
এই মুঠোতে আকাশ পুরের কু ঝিকঝিক ছোটে !
এই মুঠোতে কেবল নাচে ঝিমলি রাতের তারা !
এই মুঠোতে মেঘনা, ঘাঘট, রূপসা নদীর ধারা !!
এই মুঠোতে মায়ের আদর,খোকন কোথায় যাবি
এই মুঠোতে জলছবি ঘাস, পালকি পুরের চাবি !
এই মুঠোতে চাঁদের পাহাড়, ক্ষীরের পুতুল খেলা !
এই মুঠোতে হাতছানি দেয় সেই যে কিশোরবেলা

২। যে মেয়েটা

যে মেয়েটা   ছড়ায় সাগর পারুল চাঁপার মনে  ।
যে মেয়েটা   খুশির খবর পাঠায় হলুদ বনে  ।
যে মেয়েটা   ঘুরে বেড়ায় শিরিন নদীর বাঁকে  ।
যে মেয়েটা  আপন মনে উদাস দুপুর আঁকে  ।
যে মেয়েটা  ধুলো ওড়ায় কুসুম পুরের পথে   ।
যে মেয়েটা   আবির ছড়ায় লাজুক মনের মঠে  ।
যে মেয়েটা  সাহস জাগায় আশার প্রদীপ জ্বেলে
যে মেয়েটা   রামধনু মন  ।  সরায় আঁধার ঠেলে
যে মেয়েটা   রূপকথা পুর  ।   নুপুর পরে নাচে  ।
যে মেয়েটা   সোহাগ দিয়ে ফোটায় কুঁড়ি গাছে ।
যে মেয়েটা   রোদের কুচি ছড়ায় নদীর কুলে  ।
যে মেয়েটা   মনের আগল সদাই রাখে খুলে  ।
যে মেয়েটা   শালুক ফুলের আদর ভালোবাসে  ।
যে মেয়েটা   খুশির পালক ছড়ায় সবুজ ঘাসে  ।
যে মেয়েটা   টগর, পলাশ, তিতির পুরের ছুটি   ।
যে মেয়েটা   নদীর সাঁকো  ।  বুনো হাঁসের জুটি  ।
যে মেয়েটা  সাঁতার কাটে গাঁয়ের পুকুর ঘাটে  ।
যে মেয়েটা  কাগজ কুড়োয় নিঝুম পুরের হাটে  ।
যে মেয়েটা  ঝুমঝুমি ভোর, কেবল কাছে ডাকে
সেই মেয়েটাই বাঁশি আমার  ।  হৃদয় জুড়ে থাকে
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *