( সাবধানবাণী: কঠোরভাবে সত্যজিতের গল্পপ্রেমীদের জন্য )
কোন বিপদে হলেন শেষে ত্রিলোকেশ্বর শঙ্কু কাবু,
কাউকে সেটা আগে থেকেই বলেছিলেন বঙ্কুবাবু।
বঙ্কুবাবু খবরটা যে পেয়েছিলেন কোথার থেকে
সেই ব্যাপারে গিয়েছিলেন বেশ কিছুটা আড়াল রেখে।
ব্যাপার আরও গুরুচরণ বুঝলো সবাই দুদিন পরে,
ওই দুদিনই বঙ্কুবাবু ফেরেননি তার নিজের ঘরে।
মাঝে মাঝে অ্যাংয়ের সাথে গ্রহের থেকে ছোটেন গ্রহে,
এবার তেমন হয়নি সেটা অ্যাং দিয়েছেন স্পষ্ট কয়ে।
প্রহ্লাদ খুব ঘাবড়ে গিয়ে এসছে চলে কলকেতাতে,
সন্ধান যার পেয়েছে এক খামে লেখা ঠিকানাতে।
সেই খামটাই সঙ্গে নিয়ে রজনী সেন একুশ নং,
ভেতর থেকে তোপসে শোনে কলিং বাজে টিং টিং টং।
কুন্ঠিত পায়ে ঢোকে প্রহ্লাদ অবশেষে বাড়ির ভেতর,
সোফায় বসে জটায়ু আর তার পাশেতেই প্রদোষ মিটার।
জলখাবারের ফাঁকে ফাঁকে সমস্যাটা খুলে বলে.
শঙ্কু এবং বঙ্কুবাবু , কেউ জানেনা কার কবলে।
ফেলুদা তার নতুন কেনা স্মার্টফোনটার বোতাম টেপে,
সিধুজ্যাঠা অমনি আসেন ভিডিওতে হোয়াট্সঅ্যাপে।
গুগল বনাম সিধুজ্যাঠায় ফেলুর ভরসা পরের জনই
ঠেকে শেখা গুগল এখন লক্ষরকম ফেকের খনি।
সিধু বলেন ‘ক্রোল সন্ডার্স সামারভিলকে মেল করে দাও
সন্দেহতে রাখতে হবে অ্যাংয়ের অমন উটকো কথাও।
খবর আছে ইউ এফ ও এক দেখা গেছে গিরিডিতেই,
নিতান্ত কি কাকতালীয়? ব্যাপারখানা ভাবো নিজেই।’
ফেলুদা আর তোপসে ছোটেন, সঙ্গে গেলেন লালমোহনও
গিরিডিতে উধাও দুজন , ক্লু আছে কি পড়ে কোনো?
ল্যাবরেটারি তল্লাশিতে গেলো চলে সারাটা দিন,
বাকি কিছু ঠিক আছে সব, উধাও শুধু ‘অ্যানাইহিলিন’।
পড়শী অবিনাশবাবু, তাঁকেও জেরা করেন ফেলু,
এমন মাথায় আঙুল চালান, পারলে ফেলেন চুলকে ঘিলু।
হঠাৎ বলেন, কদিন আগেই দাঁতের ব্যথায় জেগেছিলাম,
শঙ্কু এবং অ্যাং’কে ওনার বাড়ির ছাদে দেখেছিলাম।
ফেলু মিত্তির তীক্ষ্ণ চোখে ছাদে গিয়ে জরিপ করেন,
সেখান থেকেই ব্যস্ত হাতে নকুড়কে তাঁর ফোনে ধরেন।
‘ দেখুন দেখি নকুড়বাবু, ক্লেয়ারভয়েন্ট দৃষ্টি দিয়ে,
শঙ্কু এবং বঙ্কুবাবু, অ্যাং গেছে কই তাঁদের নিয়ে’।
একটু বাদেই নকুড়বাবু, ফিরতি ফোনে উত্তেজিত,
‘মগজাস্ত্র এমন জবর, ভাগ্য যদি আমায় দিতো!
ক্রেনিয়াসে আছেন ওঁরা, অ্যাংয়ের সাথে মজায় বেশ,
শঙ্কু গেছেন যে ভার নিয়ে, আপাতত সে কাজ শেষ।’
বলতে বলতে ছাদের ওপর , থামলো এসে উড়নচাকি
শঙ্কু নামেন , বঙ্কু নামেন, আমরা অবাক তাকিয়ে থাকি।
পেছন পেছন অ্যাংও আসে, ফেলুর দিকে তাকিয়ে নিয়ে,
খ্যানখ্যানে সেই যন্ত্রস্বরে, ব্যাখ্যা শোনায় গড়গড়িয়ে।
মশা কিছু গিয়েছিলো যানের সাথে ক্রেনিয়াসে,
ডেঙ্গি এবং ম্যালেরিয়ায়, প্রায় সেখানে ধ্বংস আসে।
শঙ্কু অ্যানিহিলিন দিয়ে খতম করে মশককে
বঙ্কুবাবুর রক্ত দিয়ে বানিয়ে দিলেন তার টিকে।
গিরিডিতে পূর্ণিমা আজ, ছাদের ওপর আড্ডা ঘোর,
শঙ্কু এবং অ্যাংয়ের সাথে ফেলুর চলে তর্ক জোর।
কোণের দিকে গল্প করেন বঙ্কু নকুড় লালমোহন,
নিউটনকে কোলে নিয়ে তোপসে বসে উদাসমন।