গদ্য কবিতায় গৌতম বাড়ই
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
ভালো থেকো আলো
ইনভার্টেড কমা বন্ধনী
সমকামী ধর্ষকামী যৌনকর্মী যৌন কারখানা
বন্ধনীর হেড লাইট লাল।
মনখারাপ সন্দেহ পরকীয়া স্বকীয়া আলুবাজীয়া
বন্ধনীর হেড লাইট বেগুনি।
বক্তৃতা চাটুবাজী মিথ্যেবাদী অসৎ নিউজ মেকিং
বন্ধনীর হেড লাইট হলুদ।
সবুজ আর নীল আলোর এক গোপন বোঝাপড়া
সমুদ্রমন্থনে উচ্চ স্বরগ্রামে পাঁজরের হাড়ে
রিড গোনে শুধু।
কাঙালকে মেরে এই হাত সভ্যতার বাম্বুমারে।
অসভ্যরা, সভ্যতা শেখায়!
ভাবীকাল একহাজারী ব্যর্থ সঙ্গমের পরে
এক বিন্দু আলোর জন্ম দেয় করতলে।