জন্ম ১৯৬৭ সালের ২ জানুয়ারি হুগলী জেলার ধনিয়াখালি গ্রামে। লেখালিখির শুরু খুব ছোটবেলা থেকেই। ছাপার অক্ষরে স্কুল ম্যাগাজিনে চিরাচরিত নিয়ম ভেঙেই প্রথম প্রকাশিত হয় "কেয়া" নামের একটি প্রেমের কবিতা। সাহিত্য নিয়েই পড়াশোনা। পেশায় গৃহশিক্ষক হলেও সাহিত্যই চব্বিশ ঘণ্টার ধ্যানজ্ঞান। মাসিক কৃত্তিবাস, একুশ শতক, ভাষাবন্ধন, প্রমা, কথাসাহিত্য প্রভৃতি পত্র পত্রিকায় লেখা প্রকাশিত হয়েছে। তুমি অনন্ত জলধি (কবিতা), বিমূর্ততার অনন্ত প্রবাহে (কবিতা সংক্রান্ত গদ্য)। সম্পাদিত পত্রিকা : ছায়াবৃত্ত এবং কাটুম কুটুম।
জলের ভেতর
জলের গায়ে মাথা রাখলে
জল সারা গায়ে ছড়িয়ে পড়ে
জড়িয়ে ধরা দেখলে মনে হয়
কতদিন মানুষ পায় নি জল
জলের ভেতর কত পাখি
উড়ে যাচ্ছে আবার এসে বসছে
একবারের জন্যেও মানুষ শোনে নি
পাখির গান
কোনোদিন জলের ভেতর চেয়ে দেখে নি
পাখির সংসার ।