• Uncategorized
  • 0

কবিতায় হেমন্ত সরখেল

চাতুর্য

প্রতিবাদের গায়ে লেখা
ক্ষণজন্মা সুখ, অনাদরে সৃজিত প্রাকার |
এই যেমন
ভূমধ্যসাগরে জমাট মেঘ, অথচ উন্মনা
বারিবিন্দু তার |
পদচারণে
একটু একটু করে যেভাবে হেরে ভূত
মৃত্যুদৃশ্যকল্প
নিকষ রাতে, গহ্বরজাত প্রাত্যহিক শৈথিল্য জায়মান
মরণের আঘ্রাণে,
কী অদ্ভুত কৌশল এই বেঁচে থাকা স্বল্প !
দূরতিক্রম্য ততটুকু কাল | বোধ আর
অবোধের মধ্য
সন্ধিক্ষণ দেখি রোজ
জীবন মরণে দেখি সখ্য | এ আমার
তুলো ফাটা প্রাণ
অবুঝের প্রণয় সুখে ক্ষীর, এ আমার নথ উপড়ে পাওয়া
আত্মবঞ্চনা অধীর | নিরাশ, তবু ঊর্ধবাহু
অজপা – হা কেশব
ভস্মের পরিণতি মাটি
তবু যত বৃথা কলরব | আর কত গমনাগমন
আর কত স্থানু বিবেক, আর কত বিমূর্ত রাগ
আর কত অবাধ্য ছেদ !
মৃত্যুর জন্ম খুঁজে পাই
এভাবেই দিনানুদিন
জন্মের মৃত্যু খুঁজতে তাই
অস্বীকৃত
যাবতীয় ঋণ |
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।