যত্নে রাখা পুব আলোর উত্তাপ এত তাড়াতাড়ি জুড়িয়ে যাবে পশ্চিমের ভুবন্ত রাঙা আলোয়
তা ভাবনার খাতায় লেখা ছিল না কোনো পাতায়
মনের বারান্দায় আরো কিছুকাল উত্তাপের রেশ নিয়ে সেঁক নেবার প্রয়োজন ছিল
সে প্রয়োজনের অনুর্বর সময় গিলে নিলো সূর্যের
সমান্তরাল রশ্মিগুলো
আর আমি অস্বচ্ছ মাধ্যমে বসে অপ্রভ বস্তুর কাছে অন্ধকার হাতড়াতে থাকছি