• Uncategorized
  • 0

কবিতায় সুব্রত ঘোষ

নির্দোষ 

খুব কষ্ট হয়,
মাঝে মাঝে ভাবি জলের
ভেতরে কি আছে এতো মধু! এত যে উড়ে যাওয়া পাখি, ভ্রমরের নিশ্বাস,
ক্লান্তিকর গোধূলির ডুবে যাওয়া –
বঞ্চিত লোকের ক্ষোভের প্রকাশ –
শেওলা ঘেরা শালুকের অভিমানী মুখ, সারাক্ষণ
জেগে থাকা নিয়নের আলো, আমাদের বিশ্বাস –
শুধুই বিপন্নতায় মাখামাখি, মনেহয়,
উদ্বাস্তু বলে তাড়িয়ে দেবে আজ, কাল যদি তোমার ডাক আসে,
ভেবে দেখো ছাই,
কোনো মাটি নেই আমাদের – যে লিখে যাবো নিখুঁত ইস্তেহার,
নুন জলেই চলে যায় দিন, কেবল ঘন রক্তের দাগ সারা গায়ে –
ভোর হতেই খুনের দায় আমাদের ঘাড়ে।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।