অন্ধকারের এক পশলা বৃষ্টিতে
যখন ভীড় করে আসে নীরবতার চিৎকার,
যখন বিদ্যুতের সহসা ঝলকানিতে
শরীরে বাসা বাঁধে বেহুশ ব্যকুলতা,
তখন উড়ন্ত পাতার মতো মনটাও
সুর বাঁধে অভিসারের কথায়-
ফোনের রিংটোনে তোমার খেয়ালি আচরণ
আর মোমের আলো, খুঁজতে থাকে সেই আমিকে …
অন্ধকারের ভয় আজ সত্ত্বার ডাকে জড় করে
বন্ধ খাতা আর কলমের আদর,
প্রেম আসে আমার কবিতার অন্তমিলে,
পরিণতি আমার কালির আঁচড়ে…
আমি সেই,যার
বর্ষা মানে ভাবনা-
বসন্ত মানে কলম –
আর,প্রণয় মানে কবিতা-
শুনলাম, পশ্চিমের আকাশে আজ শ্যামবর্ণা মেঘ প্রহর গুনছে অভিসারের…
খাতাটা তাই ইচ্ছা করেই খুলে রেখে দিলাম,
প্রণয়ের অভিসারে আজ আমারও যে পাড়ি দেওয়ার পালা …
২। ফিনিক্স
খাতা থেকে খুলে আসা পাতার মতো
জীবন বইয়ের গোছানো পাতারা আজ বেসামাল,
কিছু পাতা রাতের জ্যোৎস্না মাখতে ব্যকুল-
কিছু, শুকতারার হাত ধরে পথ হাটতে-
কিছু পাতা সাগরের ঢেউয়ের মতো চঞ্চল-
আবার কেউ মরীচিকা ধরতে আকুল l
তবে সকলেই বড় ক্লান্ত,
এক একটি পাতা মানুষের
এক একটি দীর্ঘশ্বাস-
ক্রমাগত লড়াইয়ের মাঠে,বিরাম চিহ্ন
ইশারা করে- আর দু পা, আর এক পা-
অনাহারের অসহায়তা,
নীরবতার চিৎকার,
বন্ধ ঘরের গন্ডি টপকে মানুষ
গড়তে চায় এক নতুন পৃথিবী-
এক নতুন বই-
মানুষ আজ শুধুই “ফিনিক্স” হতে চায়…ll