সকল প্রেমিকা আজ বউ হয়ে যায়
উদ্ধারণপুর ঘাটে এসে ।
ফলে, যমদূতগণ বিচলিত আর কিংকর্তব্যবিমূঢ়
চিত্রগুপ্ত মারফৎ এই সংবাদ পৌঁছে যায়
যমদরবারে । মুহূর্তে সভার কাজ বন্ধ করে,
যমীর নিকটে যান যম ।
সকলেই বিদিত আছেন, যম-যমী
মূলত স্বামী-স্ত্রী, প্রেমিক-প্রেমিকা আর ভাই-বোন
মৃতদেহ ঘিরে তখন সহস্র পত্নী
আসলে প্রেমিকা তারা, যমী বললেন, এই দৃশ্যে
আমি অসহায় ।
যম আর কি করেন, যমদূতগণ সহ তিনি
ফিরে গেলেন নরকে ।
সেই থেকে কবিতার নাম উদ্ধারণপুরঘাট !
মূষিকেরা সঙ্গম জানে না, জানে অশ্বগণ,
বলেছিল অশ্লেষারমণী…
সেই থেকে মূষিকেরা দাঁতে কাটে লেপ ও তোষক,
ছারখার করে ফেলে সোনার সংসার…
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন